(ছবি: ফাইল ফুটেজ)
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবী আদায় করার জন্য আন্দোলনের ডাক দিয়েছে। জানা যায় আগামী ২জুন বাংলাদেশ বার কাউন্সিল পরিক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।সেই লক্ষে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষানবিশ আইনজিবীদের তাদের এডভোকেটশিপ এনরুলম্যান্টের জন্য বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করছে।এই রেজিস্ট্রেশন কার্ডের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে এপ্রিলের ৩০ তারিখ।এর ভিতরে যদি রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীররা না পান তাহলে এই পরিক্ষা দিতে পারবেনা।অথচ এস আই ইউ তাদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিতে হিমসিম খাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা দেই দিচ্ছি বলে আশ্বাস দিয়ে যাচ্ছিল।কিন্তু এখন আর সময় না থাকায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন বার কাউন্সিল নিয়ম অনুযায়ী বার কাউন্সিলের একটা নির্ধারিত ফী দিতে হয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ফী বিশ্ববিদ্যালয় দিতে অপারগতা দেখায় বলে তাদের রেজিস্ট্রেশন কার্ড দেয়নি বার কাউন্সিল। এই ব্যাপের ভিসির কাছে জানতে চাওয়া হলে ভিসি তেমন কোন উত্তর দিতে পারেন নাই।উনি কথা পাস কাটিয়ে বলেন সেটা আমি জানিনা সেটা রেজিস্টারের অধিনে পরে। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সবাইকে আন্দোলনে থাকার জন্য আহব্বান করেন।আর বিশ্ববিদ্যালয়কে একদিনের আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
1 Comments
#সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিভাগ থেকে অনার্স শেষ করা শিক্ষার্থীরা এখনো বার কাউন্সিল পরীক্ষার এডমিট পাই নি।এজন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি মনির উদ্দিনের সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানালে ভিসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:-"বিশ্ববিদ্যালয়ে পড়ানো আর সনদপত্র বিতরন করা আমাদের কাজ বার কাউন্সিল এডমিট পাইয়ে দেওয়া আমাদের কাজ না"
ReplyDelete#বলদে_কই_কি?
স্টুডেন্ট ভেরিফিকেশন আর বার কাউন্সিল এডমিট কার্ড যদি বিশ্ববিদ্যালয় অথরিটি না দেয় তাহলে অযথা একটা সাদা কাগজে তোমার মত বলদের সিগনেচার কেনার জন্য কেন শিক্ষার্থীরা জীবনের ৪টা বছর আর লক্ষ লক্ষ টাকা নষ্ট করবে?????