শিক্ষানবিশ আইনজীবী

পেয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

 

পেয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

পেয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এ ছাড়া আলু, বেগুন, ফুলকপি, মুলা, শিম, পটোল, ঢ্যাঁড়শের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। হঠাৎ দাম বাড়ায় হতাশ প্রকাশ করছেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) উপজেলার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব চিত্র।

বাজারগুলোয় দেখা যায়, তিন দিন আগেও স্থানীয় বাজারগুলোয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া শিম ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আলু ৬৫ থেকে বেড়ে ৮০, ফুলকপি ৫০ টাকা থেকে বেড়ে ৮০, মুলা ৪০ টাকা থেকে বেড়ে ৬০, ঢ্যাঁড়স ৭০ টাকা থেকে বেড়ে ১০০, পটোল ৬০ টাকা থেকে বেড়ে ৮০, লাউ প্রতি পিচ ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা মাসুদ নামে একজন বলেন, তিন দিন আগে আমি বাজারে পেঁয়াজ কেজি ১০০ টাকায় কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ১২০ টাকা দরে কিনলাম। তাহলে যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, তারা কীভাবে চলবে?

Post a Comment

0 Comments